আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বিদ্যুতের আলো থেকে বঞ্চিত মনপুরার দেড়লক্ষ মানুষ

জিহাদ খান জয় মনপুরা: জুলাই মাসের আগেও মনপুরা উপজেলার ২ নং হাজির হাট ইউনিয়নের ৪ কিঃমিঃ এলাকায় ৮০০/৯০০ গ্রাহকে দৈনিক ৬ ঘন্টা বিদ্যুৎ সরবারাহ করতো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গত জুলাইয়ের মধ্যভাগে ১ হাজার কেভিএ (১ মেগাওয়াট) উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিনটি ভাষ্ট হয়ে সম্পূর্ণ বিকল হয়ে যায়। ফলে গ্রাহকের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। বিকল্প হিসেবে ৬৫০ কেভিএ, ৫০০ কেভিএ ও ৫০০ কেভিএ তিনটি পুরাতন মেশিন চালু করে বিদ্যুৎ সরবরাহ করলেও তা গ্রাহকের চাহিদা মোটেও পূরণ করতে পারছে না।
জুলাইয়ের পর থেকে বিগত কয়েক মাসে রাতে কখনো ১ ঘন্টা কখনো ২ ঘন্টা, উপজেলার কয়েটি বাজারে বিদুৎ সরবরাহ করছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিদ্যুতর এর চলমান সমস্যা কারণে অতিষ্ঠ গ্রাহক ও সাধারন মানুষ।
উপজেলার বাকি (তিনটি) ইউনিয়ন ১ নং মনপুরা ইউনিয়ন ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন ৪ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে সোলার মিনি গ্রিডের মধ্যে বিদ্যুত সরবরাহ করছে বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকে গুনতে হয় ৩০ টাকা, ৩০ টাকা ইউনিটে প্রতি। মনপুরা থেকে বিছিন্ন দ্বীপ, কাজীর চর, চর মুজ্জামেল নিঝুম দ্বীপ সহ বিভিন্ন চরআঞ্চলে জাতীয় গ্রীড বিদ্যুতের সংযোগ থাকলে সেখানে পিছিয়ে মনপুরা উপজেলা।
২৪ ঘণ্টায় জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন নাগরিক কমিটিসহ সর্বস্তরের মানুষ। জনসাধারণের একমাত্র দাবি জাতীয় গ্রিডের বিদ্যুৎ।
বিদ্যুত না থাকার কারণে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে বিরুপ প্রভাব পড়েছে। ব্যবসায়ী ও গ্রাহকদের দোকানের ফ্রিজ, টিভিসহ লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। বেশির ভাগ ফ্রিজ নষ্ট হয়ে গেছে। অভিলম্ব বিদ্যুতের সমস্যা সমাধানের দাবি জানিয়ে়ছে ব্যবসায়রা।
বিদ্যুৎ না থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যুতের সমস্যার কারণে তারা রাতে পড়ালেখা করতে অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়াও সরকারি কার্যক্রম চালাতেও বেশ হিমশিম খেতে হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের।
এই বিষয়ে আবাসিক প্রকৌশলী আব্দুস ছালাম জানান গত জুলাই মাসে আমাদের তিনটি মেশিন নষ্ট হয়েগেছে, এখন একটি মেশিন দিয়ে আমরা এলাকাভিত্তিক বিদুৎ সরবরাহ করছে যাচ্ছি। মেশিন ঠিক হলে আগের মত বিদুৎ সরবরাহ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বলেন, আমি বিদ্যুতের বিষয় জেলা প্রশাসক মহোদয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি চেষ্টা করে যাচ্ছি। বিদ্যুতের সমস্যা সমাধানের বিষয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি চেষ্টা করে যাচ্ছেন। আশা করছি, দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান হবে।’

ফেসবুকে লাইক দিন