আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

লালমোহনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার! ধর্ষণকারী আটক

ভোলা (লালমোহন) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুকে রক্তাক্ত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করে শিশুর ফুফু সাহিদা বেগম। ঘটনার পরপরই ধর্ষণকারী হোসেনকে আটক করা হয়। সাহিদা বেগম জানান, তার ভাতিজি জন্মের পর পরই পিতা (কবির) নিখোঁজ হয়ে যায়। এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি। মা শিলার পরে অন্য জায়গায় বিয়ে হয়। শিশুটি ছোট বেলা থেকেই চাচা রাসেলের কাছে থাকে। রাসেলকেই বাবা বলে ডাকে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে খাল পাড়ে যায় সে। এসময় পাশের বাড়ির নসুর ছেলে হোসেন একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি ফুফুকে ঘটনা জানালে হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ হোসেনকে গ্রেফতার করে। লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব উল আলম জানান, ধর্ষণের ঘটনায় তার ফুফু বাদী হয়ে মামলা করেছে। যেহেতু আসামী হোসেনকে গ্রেফতার করা হয়েছে ১৫ দিনের মধ্যেই এই মামলার চার্জসীট দেওয়া হবে। শিশুর মেডিকেল পরীক্ষার জন্য ভোলা পাঠানো হবে।

ফেসবুকে লাইক দিন