আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিনে মা ইলিশ রক্ষায় জেলেদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা ॥

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ তজুমদ্দিন উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে প্রজননক্ষম (মা) ইলিশ রক্ষায় জেলেদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় শশীগঞ্জ মৎস্য ঘাটে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথ। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন, অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হাসেম মহাজন, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ হারুন অর রশিদ, ওসি (তদন্ত) তারিকুজ্জামান, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আল-আমীন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের নির্দেশনা মোতাবেক মা ইলিশ রক্ষার জন্য আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিন মেঘনা নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে। কেউ আইন অমান্য করে নদীতে মাছ শিকারে গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এজন্য সকল জেলে, মৎস্য আড়তদারসহ সকলকে আইন রক্ষায় সহযোগিতা করার আহবান জানান বক্তারা।
অভিযান চলাকালীন সময়ে উপজেলার নিবন্ধিত ১৭ হাজার ৫ শত জন জেলে প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার চাল প্রদান করা হবে।

ফেসবুকে লাইক দিন