আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা

ভোলার খবর ডেস্ক: ভোলায় নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকালে বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসাবে ভোলা ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, ভোলার যৌথ আয়োজনে আমার কথা শোন (ছোটরা বলবে, বড়রা শুনবে) আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় শিশুরা “নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা” বিষয়ে নিজেদের মতামত ও বাংলাদেশ তাদের প্রত্যাশিত সড়ক নিরাপত্তা সম্পর্কে মতামত ব্যক্ত করেন।
সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সুজা। এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ নেওয়াজ সহ বিদ্যালয়েল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা শিরোনামে বক্তব্য রাখেন, ৭ম শ্রেণীর শিক্ষার্থী তাহমিদ হোসেন আরাফ, জাইমা ইসলাম, তৈয়বা জান্নাত ও নুসরাত জাহান তমা।
শিশুরা তাদের বক্তব্যে বলেন, সড়কের বেহাল দশা, শৃঙ্খলা না থাকায় প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় ২জন শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের সাথে ঘটা সড়ক দুর্ঘটনার বিবরন তুলে ধরে সড়কে শৃঙ্খলা ফেরাতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেন। তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, আমরা আগামীর ভবিষ্যত। তাই আমাদের জীবনে আসা সকল সমস্যা দূর করে আগামীর বাংলাদেশের নেতৃত্বের গড়তে সকলের সহযোগিতা চাই।
এসময় শিশুরা ভোলার রাস্তায় চলাচলকারী সকল পরিবহনের মালিকদের প্রতি অনুরোধ করে বলেন সড়ক নিরাপত্তা আইন মেনে চলে নিজের এবং অন্যের পরিবারের প্রিয় মানুষের জীবন রক্ষা করতে। প্রধান অতিথির বক্তব্যে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, শিশুদের আগামীর জন্য গড়ে তুলতে হলে তাদের জীবনে আসা সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে তাদের চলার পথ সুগম করতে হবে। এসময় তিনি বলেন ভোলা সদর উপজেলার সড়কে শৃঙ্খলা আনতে তিনি সর্বাত্তক প্রচেষ্টা করবেন। পাশাপাশি পুলিশ বিভাগকেও এগিয়ে আসতে অনুরাধে করেন তিনি।

ফেসবুকে লাইক দিন