আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং, ৯ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলা জেলায় ৫ শিক্ষা ক্যাডারের পদোন্নতি

আলাউদ্দিন আল রাফি/

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে ভোলা সরকারি কলেজের ৪ জন এবং সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ১জনসহ ভোলা জেলায় সর্বমোট ৫ জন সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী পঞ্চম গ্রেডে পদোন্নতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই জেলায় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের মোঃ মাহবুব আলম, হিসাব বিজ্ঞান বিভাগের নুর মোহাম্মদ মাসুদ, বাংলা বিভাগের মুহাম্মদ মিজানুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের মোঃ কামাল হোসেন, অপর আরেকজন হলেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের মোঃ আবদুল মান্নান। উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহকারী অধ্যাপক থেকে ৬৯০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

ফেসবুকে লাইক দিন