আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলার তজুমদ্দিনে মানবিক সংগঠন সেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের নতুন যাত্রা

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় সকল শ্রেনীর পেশার ও ছাত্র-ছাত্রীদের নিয়ে একসাথে এক যোগে মানবিক সংগঠন স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের নতুন যাত্রা। উপজেলার সকল স্বেচ্ছাসেবিরা মিলেমিশে একযোগে মিলিত হয়ে অসহায় মানুষদের ফ্রিতে রক্ত দান ও সকল মানবিক কাজে এগিয়ে যেতে এই সংগঠনটি গঠন করা হয়। উপজেলার অধিকাংশ স্বেচ্ছাসেবিদের সঙ্গে কথা বলে জানা যায়, সমাজের অসহায় মানুষদেরকে মানবিক সেবা প্রদান করা লক্ষে’ই তাদের এই সংগঠনটি। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোক্তা মোঃ ওসমান ফারুক বলেন, আমাদের সমাজের অসহায় রোগীদের জন্য স্বেচ্ছায় ফ্রিতে রক্ত দান থেকে শুরু করে সমাজের অসহায় মানুষদের পাশে থেকে যতটুকু সম্ভব এই মানবিক সংগঠনটি ও উপজেলার সকল স্বেচ্ছাসেবিরা মিলেমিশে সকল সময় কাজ করবে ইনশাআল্লাহ। উপজেলার আই.সিটি. পরিচালক, সাদির হোসেন-(রাহিম) এর নেতৃত্বে এই সংগঠনটি গঠন করে হয়।
এই সংগঠনের সকল স্বেচ্ছাসেবীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন। আমরা আরো জানতে পারি এই সংগঠন থেকে দৈনিক তিন থেকে চার জন স্বেচ্ছাসেবি নিজেরা’ই নিজ অর্থায়নে ফ্রিতে স্বেচ্ছায় রক্ত দেন এবং অন্যদেরকে রক্ত দেওয়ার জন্য আগ্রহী করেন। এই সংগঠন বিভিন্ন স্থান থেকে ও বিভিন্ন গ্রুপের রক্ত অসহায় মানুষদেরকে ব্যবস্থা করে দেন।
এই মানবিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের আংশিক তালিকা রয়েছেন, মোঃ মুরাদ হাসান মুন্না, মোঃ হাফেজ মাহমুদ, মোঃ মহাসিন, মোঃ রাজিব হোসেন, আহসান উল্লাহ মিঠু, সাইফুল হাওলাদার, মোঃ রিয়াজ মাহমুদ, সোহেল পন্ডিত, মমিন হোসেন, মোঃমোস্তফা রাজা, মমিন হাওলাদার, রাকিব হোসেন, জাহিদ হোসেন রিয়াদ, বাহার তালুকদার, মোঃ আরিফুর রহমান, মোঃ সুমন হোসেন, এসডি সান্ত, অনিক দাস, মোঃ তাহমিদ, মুরাদ হাওলাদার, মোঃসোহাগ, মোঃআসিফ, আহাদ হোসেন, মোঃমাহিম, বিল্লাল হোসেন রাজু, অলিউল্লাহ অপু, রিয়াজুল ইসলাম মমিন, আদনান ইসলাম আইয়ুব, আব্দুল মমিন প্রমূখ।

ফেসবুকে লাইক দিন