আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

কাউখালীতে স্কুল শিক্ষক নিখোঁজ।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে এক সপ্তাহ ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক নিখোঁজ রয়েছে। জানা গেছে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ৩৪ নং সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল কুমার হালদার গত ২০ সেপ্টেম্বর স্কুলে হাজিরা খাতায় সই করে ক্লাস করে ছুটির পরে বিদ্যালয় ত্যাগ করে। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে (২৬ সেপ্টেম্বর) উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদ্মা রানী দত্তকে জিজ্ঞাসা করলে তিনি জানান ২১ সেপ্টেম্বর থেকে শিক্ষক উজ্জ্বল কুমার হালদার অনুপস্থিত রয়েছে। এ ব্যাপারে উজ্জ্বল হালদারের পিতা নির্মল হালদার ও তার স্ত্রীর কাছে মোবাইল করলে কেহ মোবাইল ফোন রিসিভ করেনি। কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান বলেন, উক্ত শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। তিনি আরো বলেন সরে জমিনে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলাপ শেষে বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি এবং আপাতত তার বেতন ভাতা স্থগিত করা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

ফেসবুকে লাইক দিন