আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

লালমোহনের চাল আড়তদার সমিতির সভাপতি মোখলেছ বকসীর উপর দুর্বৃত্তদের হামলা ৩৫ লাখ টাকা ছিনতাই

মোঃ ছাইফুল ইসলাম (জিহাদ) লালমোহন ভোলাঃ ভোলার লালমোহন উপজেলা কৃষক লীগের সভাপতি ও লালমোহন বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মোখলেছ বকসীর উপর দুর্বৃত্তদের হামলা।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাগরিবের নামাজ পরে বাসা থেকে বের হলে তার বাসার কাছে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তদের হামলায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার হয়ে গুরুতর আহত উপজেলা কৃষকলীগের সভাপতিকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয় সেখানের তার অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বুধবার ভোর ৪ টার দিকে আহত মোখলেছ বকসীর জ্ঞান ফিরে তার আত্মীয়-স্বজনদের জানান, নামাজ পরে বাসা থেকে বের হলে বাসার কাছে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তাহার সাথে থাকা ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় ওই দুর্বৃত্তরা।
আহত মোখলেছ বকসীর ছেলে রায়হান জানান, আমার বাবা আমাদের আড়ত এর মাল কেনার জন্য মঙ্গলবার সন্ধ্যায় নামাজ পড়ে বাসা থেকে টাকা নিয়ে বের হয়। পরে দুর্বৃত্তরা বাবাকে বাড়িতে ঢোকার রাস্তায় হঠৎ করে পেছন থেকে রড দিয়ে হামলা করে, এ সময় শরীরের বিভিন্ন অংশে পিটানো হয়। পরে সঙ্গে থাকা প্রায় ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলেও জানান ছেলে রায়হান।
ছেলে রায়হান আরও জানান, বুধবার ভোর ৪ টার সময় বাবা জ্ঞান ফিরলে বাবা আমাদেরকে এই বিষয় গুলো জানিয়েছে। আহত অবস্থায় বাবাকে পেয়ে আমরা মনে করেছি তিনি স্টক করেছেন। কিন্তু পরবর্তীতে তাহার জ্ঞান ফেরার পরে তিনি প্রকৃত ঘটনা আমাদেরকে খুলে বলেন।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। আমার বাবা সুস্থ হলে আমরা আইনের আশ্রয় নেব।

ফেসবুকে লাইক দিন