প্রাথমিক শিক্ষা মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বলেন, ইউএনও মহিউদ্দিন আল হেলাল।
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় এগিয়ে চলছে প্রাথমিক শিক্ষা মানোন্নয়নর কার্যক্রম। গলাচিপার উপজেলার ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল এর প্রচেষ্টায় কোমলমতি শিশুদের মুখে এখন হাসি। তিনি মঙ্গলবার হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ট্যাবসহ অন্যান্য আইসিটি উপকরণ, জাতীয় পতাকা, ক্রীড়া সামগ্রী এবং স্কুল ব্যাগ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ, হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিসহ ইউনিয়ন পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের কোমলমতী শিশুরা দেশাত্ববোধক গান পরিবেশন করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলকে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন যে, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনের মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই গলাচিপা উপজেলার প্রাথমিক শিক্ষাকে আরও ফলপ্রসু করার জন্য ইতোমধ্যে উপজেলার সবকয়টি প্রাথমিক বিদ্যালয়ে ১০ দফা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
পরে তিনি বিদ্যালয়ের জলাবদ্ধতার সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এছাড়া ১২ টি ইউনিয়নের মোট ১৬টি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয়ে রূপান্তরের জন্য প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।