চরফ্যাশনে জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন এবং শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা
চরফ্যাশন প্রতিনিধি: মঙ্গলবার ১৯ সেপটেম্বর জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন এবং শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ে ভোলার চরফ্যাশন উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব দীপক হালদার স্যার, জেলা শিক্ষা অফিসার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব নুরে আলম সিদ্দিকী স্যার, গবেষণা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, ভোলা জনাব মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চরফ্যাশন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব নওরীন হক, উপজেলা নির্বাহী অফিসার, চরফ্যাশন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ খলিলুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, চরফ্যাশন। নতুন কারিকুলাম নিয়ে প্রেজেন্টেশনে ছিলেন অসীম আশ্চর্য স্যার, প্রধান শিক্ষক এবং তাসলিমা বেগম, সহঃ প্রধান শিক্ষক।