আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বঙ্গবন্ধুর কন্যা বেঁচেছিলেন বলেই বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রভাষক গোলাম ফারুক দুলার হাট থানা চরফ্যাসন (ভোলা): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা বেঁচেছিলেন বলেই বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। তাকে আর কেউ দাবিয়ে রাখতে পারবেনা। তিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে। শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন তিনি সারাবিশ্বের নন্দিত নেতা। শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাংলাদেশে স্থান দিয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। তিনি এই জনগনকে সাথে নিয়েই ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আগামী নির্বাচনেও জনগনের ভোটে ক্ষমতায় আসবেন।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে চরফ্যাশন উপজেলাধীন নবনির্মিত দুলারহাট থানা ভবন উদ্বোধন শেষে থানা ভবনের সামনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের পূর্বে তাকে ফুল দিয়ে বরণ করে নেন পশ্চিমঅঞ্চল আওয়ামী লীগ নেতা ও মুজিব নগর ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াদুদ মিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন আসলে বিএনপি অগ্নিসন্ত্রাস করতে চায়। কিভাবে দেশকে অচল করবে। কিভাবে অন্ধকার করবে। তারা জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে এটা জনগন বুঝতে পেরেছে। এই দেশের জনগন আর অন্ধকারে ফিরে যেতে চায়না, তারা আলোকিত বাংলাদেশ চায়।
তিনি আরোও বলেন, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ করেছিলেন বলেই আজ জনগন তার সুফল পাচ্ছে। ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করবেন।
মন্ত্রী বাংলাদেশ পুলিশকে নিয়ে বলেন, শেখ হাসিনার সময়ে পুলিশের পরিবর্তন নিশ্চয় দেখেছেন। জাতির জনক বঙ্গবন্ধু রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা জনগনের বন্ধু। পুলিশ বাংলাদেশে বিভিন্ন দুর্যোগ ও মহামারিতে অগ্রণী ভূমিকা পালন করেছে।
সুধী সমাবেশে যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
সমাবেশে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ হোসেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমুখ।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, দুলারহাট থানার ওসি মোঃ আনোয়ারুল হক কামালসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বারক বৃক্ষরোপন, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাসন স্কয়ার, দেশের সর্বাধুনিক বাস টার্মিনাল সহ উপজেলার বিভিন্ন উন্নয়ণমূলক স্থাপনা পরিদর্শন করেন। সূধী সমাবেশ শেষে সাবেক জাতীয় সাংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন।

ফেসবুকে লাইক দিন