আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় অধ্যক্ষ নজরুল ইসলামের ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত

মনপুরা প্রতিনিধি ভোলা: প্রতিথযশা রাজনীতিবিদ ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের আওয়ামীলীগের দলীয় সাবেক সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম’র ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার ১৭ সেপ্টেম্বর কর্মসুচির অংশ হিসেবে দলীয় কার্যলয়ের পতাকা উত্তোলন, শোকর‌্যালী, আলোচনা সভা, ও মনপুরা এতিখানায় কোরআনখানি ও দোয়া মোনাজা মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়।
মনুপরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক,সহ-সভাপতি তৈয়বুর রহমান ফারুক, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বাইজিদ কামাল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ মনপুরা উপজেলার ছাত্রলীগের সভাপতি শামসুউদ্দিন সাগর সাধারন সম্পাদক সুমন ফরাজী সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রাজিব সহ বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলাম সংসদ সদস্য থাকাকালীন সময়ে ১৯৯২ সনের ১৭সেপ্টেম্বর ইন্তেকাল করেন। প্রতি বছর ১৭সেপ্টেম্বর মনপুরা বাসি গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি স্মরণ করে নানান কর্মসুচীর মধ্য দিয়ে দিনটি পালন করেন। প্রকাশ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা- ৪ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মরহুম অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের জ্যেষ্ঠপুত্র।

ফেসবুকে লাইক দিন