আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং, ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উদযাপন

ভোলা ও মনপুরা প্রতিনিধি: হিন্দু শাস্ত্র অনুযায়ী, আজ থেকে প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভশক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
হিন্দু পঞ্জিকামতে—সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। হিন্দুরা বিশ্বাস করেন যে, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। শ্রীকৃষ্ণ পৃথিবীকে কলুষমুক্ত করতে কংস, জরাসন্ধ ও শিশুপালসহ বিভিন্ন অত্যাচারিত রাজাকে ধ্বংস করেন এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্মমতে, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করেই জন্মাষ্টমী উৎসব।
এ উপলক্ষে সারা দেশের ন্যায় ভোলা বাংলাদেশ পুজা উদযাপন ভোলা জেলা কর্তৃক আয়োজিত, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের করেন।
প্রধান অতিথি হিসাবে শোভা যাত্রা উদ্ভোধন করেন (ভার্চুয়াল) বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলির সদস্য, তোফায়েল আহমেদ এম পি, উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মইনুল হোসেন বিপ্লব, অতিরিক্ত পুলিশ সুপার, রিপন কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক, রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা জজ অসিম কুমার, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক, জহিরুল ইসলাম নকিব, ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, সফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, শামসুদ্দিন, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সম্পাদক অসীম সাহা, কেন্দ্রীয় কালীমন্দির সম্পাদক প্রভাষক ধ্রুব হাওলাদার, সহ সদর উপজেলা পুজা উদযাপন পরিষদ এবং বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তবৃন্দ।
এদিকে মনপুরা উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রম মন্দির (এ.আর.পল্লি মনপুরা ভোলা) এর পরিচালনা কমিটির উদ্যোগে সনাতন হিন্দু সম্প্রদয়ের লোকেরা আনন্দ রেলি ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। নৈইদর বাঁশি দাস এর সভাপতিত্বে এবং অনুপম চন্দ্র দাসের সঞ্চলনায় অনুষ্ঠান পরিচালিত হয়। এসময়ে সাধন চন্দ্র দাস, জুয়েল চন্দ্র দাস, রাজিব চন্দ্র দে, লিটন চক্রবতীসহ আবরন, দেবদাস, বিনয় ভুষন দে, জুড়ান চন্দ্র মজুমদার, গোপালকৃষ্ণ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তারা, মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন