আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় ঘরে ঘরে গ্যাস ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মোকাম্মেল হক মিলন: ভোলা ঘরে ঘরে গ্যাস চাই ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানা চাই, এই দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে সমাবেশে বক্তব্য রাখেন গ্যাস চাই আন্দোলন কমিটির বিভাগীয় সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, বরিশাল বিভাগ সদস্য সচিব ডাঃ মনীষা,  প্রবীণ সাংবাদিক আবু তাহের, দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইউনূস, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু,সাবেক প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, ভোলা সদস্য সচিব মোঃ বাহাউদ্দিন, ব্যাবসায়ী মোঃ সরোয়ার মোর্শেদসহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভোলাবাসী এই আন্দোলন ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দাবি করেন, ভোলা ঘরে ঘরে গ্যাস চাই ও গ্যাস ভিত্তিক শিল্প কারখানা চাই। পাশাপাশি ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য এবং ভোলা সদর হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালে বরিশাল জনসভায় ঘোষণা করেন ভোলা ঘরে ঘরে গ্যাস  এবং ভোলা বরিশাল সেতু নির্মাণ করে দেওয়া হবে, কিন্তু দুঃখের বিষয় আজ ও তা বাস্তবায়ন না করায় এবং নতুন করে বোতল সিস্টেম চালু করে গ্যাস নিয়ে যাওয়ায় প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ভোলা ঘরে ঘরে গ্যাস সংযোগ দিতে অনুরোধ জানান  ।

ফেসবুকে লাইক দিন