আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং, ২৩শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় বঙ্গবন্ধুর স্মরণে শ্রাবণের শোকগাথা আবৃত্তি সন্ধ্যা

নিউজ ডেস্ক: ভোলা কাব্যাঙ্গন এর আয়োজনে  বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবে মিলনায়তনে বঙ্গবন্ধুর স্মরণে শ্রাবণের শোকগাথা আবৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তির পাশাপাশি বক্তব্য রাখেন, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও গবেষক ড. এম এ মান্নান প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন লিটন, উপজেলা শিল্পকলা একাডেমির সম্পাদক আবিদুল আলম, আবৃত্তি সমন্বয় পরিষদের মশিউর রহমান পিংকু, গ্রাম থিয়েটারের তালহা তালুকদার বাঁধন, অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল, কবি হাওলাদার মাকসুদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে, বঙ্গবন্ধুকে চিনতে হবে, তাঁর আদর্শকে বুকে ধারণ ও লালন করতে হবে। “জয় বাংলা” মুক্তিযুদ্ধের শ্লোগান এটা  জানতে হবে এ সকল বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন কাব্যাঙ্গনের শিক্ষার্থী প্রণব চন্দ্রমহাজন, জাগ্রত বিশ্বাস, সিয়েনা তাসকিয়া পূর্ন্য, অহর্ষি করঞ্জাই, মাশরুরা তাসরিন মম, তাহমিদ হোসেন আরাফ, নিশাত ফারজানা প্রকৃতি, তাসমিয়া হোসেন তিয়াসা। শিক্ষাথীদের পাশাপাশি আবৃত্তি করেন ভোলার আবৃত্তি শিল্পী রেহানা ফেরদৌস, মশিউর রহমান পিংকু, আবিদুল আলম, এসএম বাহাউদ্দীন। আসমা আক্তার সাথীর সঞ্চালনায় আবৃত্তিতে আরও অংশ নেয় কাব্যাঙ্গনের অতনু করঞ্জাই, ভোলা সরকারী কলেজের প্রভাষক মোঃ এরশাদ, আসমা আক্তার সাথী, বাপ্পি  আখন্দ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগস্টে  নিহত সকল শহীদদের স্মরণেএক মিনিট নিরবতা পালন করাহয়।

ফেসবুকে লাইক দিন