আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ ইং, ১৩ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ভোলায় রোভারের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি: শনিবার জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান এর সভাপতিত্বে রোভারের ১৬তম ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হর। এসময় বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন জেলা রোভার স্কাউটস সম্পাদক মো: কামাল হোসেন। আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম। পরে উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। প্রফেসর গোলাম জাকারিয়া কমিশনার, কামাল হোসেন সম্পাদক, জুন্নু রায়হান যুগ্ম সম্পাদক এবং মাহাবুব আলমকে কোষাধ্যক্ষ করে ১৩ সদস্যের ভোলা জেলা রোভার স্কাউটস এর নতুন কমিটি গঠন করা হয়।  
বাংলাদেশ রোভার স্কাউটস এর আঞ্চলিক উপকমিশনার ও ভোলা জেলা রোভারের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুজ্জামান পিআরএস এর সভাপতিত্বে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.  আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মো: আলমগীর হোসাইন, বরিশাল বিভাগীয় রোভার নেতা প্রফেসর এ.বি.এম. ফখরুজ্জামান এলটি, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর, সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, অধ্যক্ষ হারুন অর রশিদ, ভোলা জেলা রোভারের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও বরিশাল রোভার অঞ্চলের পরিচালক কাজী আসিফুল হক।

ফেসবুকে লাইক দিন