আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং, ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ৪ ছাত্রলীগ নেতাকে বহিস্কার

দৌলতখান প্রতিনিধি: ভোলা জেলার দৌলতখান উপজেলার ছাত্রলীগের চারজন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (১৯ আগস্ট) রাত আনুমানিক নয়টার দিকে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ভোলা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে- সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে দৌলতখান সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরি ও প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
জানা যায়, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর দিন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহরাব হোসেন মিরাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেন, মধুর কণ্ঠের কুরআনের পাখির মৃত্যু! আহ্ এমন সংবাদে হৃদয় ভেঙ্গে গেল- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দৌলতখান উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সৌরভ খান বলেন, তারা যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা তারা সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এ জন্য তাদের অবহিত দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই।
ভোল জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ বলেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের পদ থেকে অবহিত করা হয়েছে। ছাত্রলীগে শৃঙ্খলা বিরোধীদের কোনো স্থান নেই।

ফেসবুকে লাইক দিন