আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী

ভোলায় প্রতিবন্ধী যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে সৌদি প্রবাসী ফেরত শারীরিক প্রতিবন্ধী রাকিব হোসেন নামে এক যুবককে রাতের আধাঁরে হাত-পা বেঁধে বস্তবান্দী করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামে এ ঘটে। ৯৯৯ কল পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে চিকিৎসাধীন রাকিব হোসেন বলেন, গত শুকবার রাতে দৌলতখান হাসপাতাল থেকে অসুস্থ মাকে দেখে বাড়িতে ফেরার পথে পথিমধ্যে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এসময় দুর্বৃত্তরা তার হাত পা বেঁধে বস্তাবন্দী করে মারধর করেন। পরে তাঁর ডাক চিৎকারে স্থানীরা ছুটে আসলে মুখোশধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, এভাবে একজন প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা খুবই দুঃখজন। তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য রঞ্জন খাসকেল জানায়, এ ঘটনায় রাকিব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ফেসবুকে লাইক দিন