আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধান অনুযায়ী ভোলায়- এমপি শাজাহান খান

ভোলার খবর ডেস্ক: আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান আজ ভোলায় সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে বলেন, বিএনপির প্রধানমন্ত্রীকে বার বার বলছেন ক্ষমতায় ছেড়ে দিতে, ক্ষমতাতো বিএনপির মামা বাড়ির আবদার না। আর প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে তো বিএনপি ক্ষমতায় বসায় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের জনগণ ভোটের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছেন। সুতরাং বিএনপির কথায় প্রধানমন্ত্রী কখনই ক্ষমতা ছাড়বেন না।
শাজাহান খান আরো বলেন, বিএনপি বিদেশীদের কাছে ধন্না ধরে লাভ নেই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিদেশীরা কখনই তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেওয়ার কথা বলেনি। বিদেশীরা বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আবাদ, নিরোপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের কথা বলেছেন তারা। বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময় অনেক অমুক্তিযোদ্ধা ও রাজাকারেরও মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত হয়েছে।
আর এসব কারণেই মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইর করা হচ্ছে। আর এই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মো: আলাউদ্দিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার মো: শফিকুল ইসলাম প্রমূখ।

ফেসবুকে লাইক দিন