ভোলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
ভোলা প্রতিনিধিঃ ভোলা জেলা প্রশাসন কতৃক এবং বিডি ক্লিন ভোলা জেলা শাখার আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হলো।
গতকাল শনিবার ১৯ শে আগস্ট ভোলা জেলা প্রশাসনের কার্যালয় হতে শুরু করে শহরের বিভিন্ন স্থান পরিদর্শন করে এই ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, এবং শহরের যে সকল স্থানে জলাশয় এবং ডেঙ্গু মশার জম্মাতে পারে ওই সকল স্থান পরিষ্কার করে বিডি ক্লিনের সদস্যরা এবং তাদেরকে বিভিন্ন সামাজিক সংগঠন এর সদস্যরাও সহযোগিতা করে, এতে করে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা হয় এবং তাদের ডেঙ্গু প্রতিরোধো করনীয় সম্পর্কে অবগত করা হয়, সকলে যাতে ডেঙ্গু প্রতিরোধো সচেতন থাকতে পারে তাই এই অভিযান করা হয়। সারাদেশে এখন ডেঙ্গুর রোগী বৃদ্ধি পাচ্ছে দিন দিন এবং ভোলাতে ও বর্তমানে ডেঙ্গুর রোগী ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এর বৃদ্ধি প্রতিরোধ করার একমাত্র উপায় হলো আমাদের সকলকে সচেতন হওয়া। তা না হলে ডেঙ্গুর আক্রান্ত হার আরো বৃদ্ধি পাবে বলে ধারনা করছে বিশেষজ্ঞরা। যদি এই রকম হারে ডেঙ্গু রোগী বাড়তে থাকে তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে ধারনা করেন তারা। উক্ত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন মোঃ আবু সাঈদ(এনডিসি), জেলা প্রশাসন ভোলা।
মোঃ হারুন হাওলাদার শিমুল- জেলা সমন্বয়ক, বিডি ক্লিন ভোলা। মোঃ ইয়াছিন আরাফাত শান্ত- আইটি এন্ড মিডিয়া, বিডি ক্লিন ভোলা। আদিল হাসান তপু- যুব প্রধান, রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা জেলা ইউনিট। এছাড়াও বিডি ক্লিন ভোলা এর সদস্য মোঃ তুষার, মোঃ তুহিন, মোঃ রুমান, মোঃ তায়েফ, অনিন্দ্য, মোঃ ইব্রাহিম, মোঃ ইয়ামিন, মোঃ জিহাদ, মোঃ সাব্বির এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা জেলা ইউনিটের এবং বিভিন্ন সামাজিক সংগঠন এর সদস্যরা উপস্থিত থাকে, আরো বিভিন্ন পেশাজীবি সামাজিক ব্যাক্তিগন সচেতনতা বৃদ্ধি লক্ষে এই অভিযানে অনেকই উপস্থিত ছিলো।