ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
ভোলা প্রতিনিধি: আজ মঙ্গলবার ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলা এর পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অংশগ্রহণ করেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর উনসত্তরের গণঅভুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ। তিনি বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুর মেখ মুজিবুর রহমান এঁর স্মৃতিচারণ করেন এবং তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অরিফুজ্জামান, তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে ভালবাসতেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে শিশুদের জন্য উপযুক্ত আবাস তৈরীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু ক্ষুধার্ত বাঙ্গালীর মুখে হাসি ফুটানোর জন্য কাজ করে গেছেন এবং তিনি যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ দেয়ার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।
অনুষ্ঠানে শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখে ভোলা কারলক্টরেট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হোসেন আরাফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী। তাহমিদ বলেন পচাত্তরে পথভ্রষ্ট সেনা কর্মকর্তারা চেয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করে তার নাম বাংলার জনগনের মুখ থেকে মুছে দিতে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাঁর পরিবারে শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলার মানুষকে বিশ্বেরবুকে মাথাউচুঁ করে দাড়াতে শিখিয়েছেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বংলা গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ, জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবদিকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলান করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ।