আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন আলোচনা সভা

বোরহানউদ্দিন প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের নানা আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বোরহানউদ্দিন থানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে দিনটি তাৎপর্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। অনুষ্ঠানে দোয়া মোনাজাত এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে চিত্রাংকন, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আহসান, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, বোরহানউদ্দিন থানা ইনচার্জ ওসি মোঃ মনির হোসেন মিয়া প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান দিনটি গুরুত্বের সাথে পালন করেন।

ফেসবুকে লাইক দিন