আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

জাতীয় শোক দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নৃত্য !!

তানবীর আহমেদ (দৌলতখান): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ভোলার দৌলতখান উপজেলার ৫৭ নং দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি নৃত্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের তলব করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। নাচ গানের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।
জানা যায়, মঙ্গলবার শোক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা শেষে উক্ত বিদ্যালয়ে এ নৃত্যের ঘটনা ঘটে। বিদ্যালয় এর প্রধান শিক্ষক শ্যামল দেবনাথ জানান, আলোচনা শেষে শিক্ষার্থীর মায়ের অনুরোধে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোসলেউদ্দীনের অনুমতিতে একটি দেশাত্মবোধক গানের সাথে নৃত্যটি অনুষ্ঠিত হয়। শোক দিবসে নৃত্যের বিষয় জানতে চাইলে, তিনি নিশ্চুপ থাকেন।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানায়, বিষয়টি তার নজরে আসার পর শিক্ষককে তলব করা হয়েছে। তিনি আরো জানায়, নির্দেশনা রয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা করার। নীতিমালা পরিপন্থি কোন কাজ করা হলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন