আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

নাছির মাঝি ইসলামিয়া দাখিল মাদরাসার অডিটোরিয়ামে “ বেদনাবিধুর ১৫ ই আগষ্ট ”

তাকী আহমাদ: শোকাবহ ১৫ই আগষ্ট আজ। আজ কান্নার দিন। আজ জেগে ওঠার দিন। আজ নারকীয় হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যাক্তিদের ঘৃণা জানানোর দিন। ১৯৭৫ সালের ১৫ আগষ্টকে স্মরণ করে আজ বজ্রশপথে বলীয়ান হওয়ার দিন। আজ জাতীয় শোক দিবস।
আজ ১৫ ই আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি ইসলামিয়া দাখিল মাদরাসার অডিটোরিয়ামে সকাল- ১০:০০ ঘটিকায় এক শোক শভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মাদরাসার প্রাক্তন ছাত্র ও অতিথি শিক্ষক সৈয়দ হাসনাইন-এর সঞ্চালনায় ও মাওলানা ইউসুফ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) সুপার মাওলানা আমিনুল্লাহ সাহেব। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি মাওলানা আমিনুল্লাহ সাহেব তার বক্তব্যে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ড নামক ইতিহাসের এক কালো অধ্যায় ও তাঁর অসামান্য কৃতিত্ব নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে এক হৃদয়বিদারক অভিব্যাক্তি ব্যাক্ত করেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বৃত্তান্ত ও ১৫ আগষ্ট নামক ইতিহাসের কলঙ্কময় অধ্যায় নিয়ে বক্তব্য রাখেন অন্যান্য শিক্ষকবৃন্দ। পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনায় প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক মাও. মোসতফা রাহমান -এর দোআ পরিবেশনার মধ্য দিয়ে আজকের সাড়ম্বর আয়োজন সমাপ্ত হয়।

ফেসবুকে লাইক দিন