আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা আদর্শ একাডেমীর শেকসভা ও দোয়া মাহফিল

ভোলা প্রতিনিধি: ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভোলা আদর্শ একাডেমী স্কুল এন্ড কলেজ কর্তৃক এক শোক সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। জাবেদ মাহমুদ ফিরোজ এর সঞ্চালনায় ও জনাব নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জিয়াউল মোরশেদ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য কৃতিত্ব ও অবদান নিয়ে আলোচনা করেন। স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য ও শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধুর পুরোটা জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব সেলিম রেজা। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট একদল বিপথগামী সেনা বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে শহীদ করা করে। বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন মাওঃ আশিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা বৃন্দ ও শিক্ষার্থীরা।

ফেসবুকে লাইক দিন