আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং, ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বাংলাবাজার ফাতেমা খানম কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

ভোলা প্রতিনিধি: সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অডিটরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমি ভোলা কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। তখন ১৯৭০ সালের বন্যায় ক্ষতিগ্রস্থদের দেখতে ভোলায় আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন আমি বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলাম যা ছিল আমার জীবনের পরম পাওয়া। তিনি বলেন উনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহোচর। প্রধানমন্ত্রীর সহযোগিতায় ভোলার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তিনি না থাকলে আমাদেরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার কেউ ছিলোনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। তিনি বলেন শিক্ষার্থীরা তোমরা সঠিক ইতিহাস চর্চা করবে। বঙ্গবন্ধু বাঙলার অবিসংবাদিত নেতা তার নেতুত্বে পেয়েছি আমারা একটি দেশ। তিনি সোনার বাঙলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার শোককে শক্তিতে রুপান্তিরত করে বাঙলার মানুষকে আজ বিশ্বেরবুকে মাথা উচুঁ করে দাড়াতে শিখিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য সফিকুল ইসলাম, নজরুল ইসলাম, অধ্যক্ষ হারুন অর রশিদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম, সহকারী অধ্যাপক আবুল বাসার, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, কলেজ শিক্ষক, কর্মবৃচারী ও শিক্ষার্থীবৃন্দ। বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করেন হাফেজ আব্দুল্লাহ, মেহতামিম, ফাতেমা খানম হাফিজিয়া মাদ্রাসা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক ধ্রুব চন্দ্র হাওলাদার

ফেসবুকে লাইক দিন