দৌলতখানে কৃষি প্রণোদনা সমলায়া কর্মসূচির উদ্ভোধন।
নাজমুল হাসান (দৌলতখান): দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আজ দৌলতখান উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রান্তিক কৃষক কৃষাণীদের জন্য উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রায় ৫০ একর জমিতে উন্নত জাতের ধান রোপন সহ বিভিন্ন শস্য আবাদের কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পাঠান সাইদুজ্জামানের সভাপতিত্বে বেলা ১২ টায় এই উদ্ভোদনী অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলি আজম মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপস্থিত ছিলেন জেলা কৃষি উপ পরিচালক। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, এ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের ১০ টাকায় ব্যাংক একাউন্টের মাধ্যমে আজ কৃষকরা প্রনোদনার টাকা পেয়ে থাকেন।কৃষি বিপ্লবের মাধ্যমে আজ দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। একমাত্র শেখ হাসিনার সরকারই প্রান্তিক কৃষকদের জন্য কাজ করেন। অতীতের মতো সারের জন্য কৃষকদের আর জীবন দিতে হয়না। এই উন্নত প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে কৃষি খাতে আরো উন্নয়ন ঘটবে। এবং স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে সহায়ক হবে।পরে হার্বেষ্টার যন্ত্রের দিয়ে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয়া কর্মসূচির উদ্ভোধন ঘোষণা করেন।