আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ডেঙ্গু ভয়বহ রূপ নিয়েছে

নিউজ ডেস্ক: ভোলা বোরহানউদ্দিন উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ দিন দিন বাড়ছে। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সদের কে। হাসপাতালে কীট ও সেলাইনের সংকট রয়েছে। হাসপাতালে কীট না থাকায় বাধ্য হয়ে ডায়গনিস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করাতে হয়। এতে চরম বিরম্ভবনার শিকার হচ্ছে অনেক রোগী।
উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলা হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ১৭২ জন রোগি ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৫৬ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরছেন। হাসপাতালে ভর্তি হয়ে ১৬ জন রোগি চিকিৎসা সেবা নিচ্ছে। প্রতিদিন ডেঙ্গু রোগি আসছে। অন্যান্য রোগিদের চেয়ে হাসপাতালে ডেঙ্গু রোগির সংখ্যা বেশি। এদিকে হাসপাতালে ঘুরে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারী, শিশুর চেয়ে পুরুষ রোগী বেশি ভর্তি রয়েছেন।
আবুল বাজার এলাকা থেকে আসা ডেঙ্গু রোগী মো. নাগর (৫০) জানান. গত ১০ দিন যাবত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছি। এখনও জ¦র ভালো হয় নি। আমার অনেক কষ্ট হচ্ছে।
রানিগঞ্জ এলাকা থেকে আসা ডেঙ্গু রোগী মো. জুয়েল (২৫) জানান, গত দুই দিন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছি। হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করাতে না পেরে ডায়গনিস্টিকে গিয়ে পরীক্ষা করাতে হয়েছে।
এব্যাপারে বোরহানউদ্দিন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নিরুপম সোহাগ জানান, এ হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট। গত ২/৩ দিন পূর্বে এমনও হয়েছে ৫০ হতে ৬০ জন শুধু ডেঙ্গু রোগী ভর্তি ছিল। অন্যান্য রোগী সহ চিকিৎসা সেবা এবং রোগীদের সিট দিতে হিমশিম খেতে হয়। অনেক রোগী ফ্লোরেও ছিল। বর্তমানে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। তিনি আরও জানান, কীট এবং সেলাইনের কিছুটা সংকট রয়েছে।

ফেসবুকে লাইক দিন