বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
নিউজ ডেস্ক: ১০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে নির্বাহি অফিসার এর অফিস রুমে ভোলা বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) হিসেবে সদ্য যোগদানকারী মো. রায়হান উজ্জামান স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। ইউএনও মো. রায়হান উজ্জামান এ সভায় জানান, বাল্য বিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, তেতুঁলিয়া নদী হতে বালু উত্তোলন বন্ধ সহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করবো। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি দিন ইসলাম রুবেল, বোরহানউদ্দিন রিপোটার্স ইউনিটির সভাপতি মোবাশ্বের হাসান শিপন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর সভাপতি মনিরুল ইসলাম, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আবদুল মালেক, বোরহানউদ্দিন রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নীল রতন দে, বোরহানউদ্দিন প্রেসক্লাব এর আহ্বায়ক মো. উজ্জল হাওলাদার, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সহ-সভাপতি এমএ অন্তর হাওলাদার, সাংবাদিক সাগর চৌধুরী, এইচ এম এরশাদ, মো. মিজানুর রহমান, মো. সোহেল, মো. ইকবাল, মো. নুরনবী, মো. আরিফ পন্ডিত প্রমূখ সহ স্থানীয় সংবাদকর্মী।