আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ ইং, ২৪শে রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

মনপুরায় ঝড়ের কবলে ৪টি ট্রলার নিখোঁজ

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় মঙ্গলবার ভোর রাত থেকে নিম্মচাপের প্রভাবে মেঘনার মোহনায় ইলিশ মাছ ধরার প্রকাল্লে ৪টি ট্রলার নিখোঁজ হয়েছে।
জানা যায় দাশেরহাট এলাকার মোঃ মাইনুদ্দিনের ২০ জন লোকসহ একটি, একই এলাকার মোঃ হাফেজ মাঝির ৬জন লোকসহ একটি, উত্তর সাকুচিয়া ইউনিয়নের জসিম ব্যাপারীর ৯ জন লোকসহ ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের মোঃ ইউনুস বলির ১০জন লোকসহ একটি মোট ৪টি ট্রলার ডুবির সংবাদ পাওয়া গেছে।
এছাড়া, ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার জানান তার একটি ফিশিং বোট বঙ্গোপসাগরে ডুবে যায়।তবে তার ট্রলারের কোন লোককে এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। মালিক সুত্রে জানা যায়, ডুবে যাওয়া ট্রলারের লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

ফেসবুকে লাইক দিন