ভোলায় স্কাউটস গবেষণা ও মূল্যায়ণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
মনিরুল ইসলাম (ভোলা): ভোলায় স্কাউট গবেষণা ও মূল্যায়ণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) জেলা স্কাউট ভবনে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটস সভাপতি আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিপন চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউট সম্পাদক শাফিয়া খাতুন। জেলা স্কাউট লিডার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন জেলা কমিশনার মোঃ আমির হোসেন। সকল উপজেলা থেকে আগত সম্পাদক, কমিশনার, কাব লিডার, স্কাউট লিডার এবং গবেষণা ও মূল্যায়ন বিষয়ক সহকারী কমিশনার এবং প্রফেশনাল স্কাউটসগণ উপস্থিত ছিলেন। কোর্স সমন্বয়ক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এর প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করতে হবে। প্রতি উপজেলায় স্কাউট কর্মকর্তাগণ স্ব-স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের সাথে পরামর্শ করে স্কাউটস এর কার্যক্রম আরো বেগবান করার অনুরোধ করেন। খুব শীঘ্রই ভোলা জেলায় আমরা স্কাউট ওরিয়েন্টেশন কোর্স এবং বেসিক কোর্স সম্পাদন করে স্কাউটস কার্যক্রমকে আরো গতিশীল করার চেষ্টা করবো। প্রতিষ্ঠানগুলি নিজ নিজ ইউনিটের কার্যক্রম গুলো মনিটরিং করার লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাগণ নজরদারি করবেন।
ওয়ার্কশপে স্কাউটিং এ গবেষণা ও মূল্যায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হয়। উপজেলা ও জেলা স্কাউটসের সহকারি কমিশনার আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ কমিশনার এর ভূমিকা, তাদের নিয়োগ পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। বেসিক কোর্স পরবর্তী প্রশিক্ষণ গ্রহণকারীদের দল গঠন নিয়ে সমস্যা ও সমাধান তুলে ধরা হয়। কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট এর মধ্যে তুলনামূলক পরিসংখ্যানগত তথ্য সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউট কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ, স্কাউট সহ সভাপতি মেহেদী হাসান, মহিউদ্দিন, জাকির হোসেন তালুকদার সহ বিভিন্ন সহকারী কমিশনারগণ। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার স্বার্থে উপস্থিত ছিল ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের স্কাউট দল।
ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউট কর্মকর্তাগণ তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে একটি সুপারিশমালা কোর্স সমন্বয়কারীর হাতে তুলে দেন। কোর্স শেষে বিভিন্ন উপজেলা স্কাউট কর্মকর্তাগণ স্কাউটিংকে আরো গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।