মনপুরায় পুকুরে পানিতে ডুবে ২ বছরের শিশু মৃত্যু!
নিউজ ডেস্ক: ভোলার মনপুরায় পুকুরে পানিতে ডুবে ফারজানা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে
মঙ্গলবার ২৫ জুলাই সন্ধ্যা ছয়টার উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত শিশু ফারজনা একই গ্রামের ইট ব্যবসায়ী বাদশা আলম ছোট্ট মেয়ে। স্বজনরা জানান শিশু ফারজনা প্রতিদিনের মত খাবার খেয়ে বাড়ির উঠনে খেলাধুলা করছিলো। পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা নিজ পুকুরে যায়। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি একপর্যায়ে পুকুরে পানি ফারজনাকে ভাসতে দেখতে পায় স্বজনরা। পরে তারা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু সালেম মোহাম্মদ ইদ্রিস তাকে মৃত ঘোষণা করেন। শিশু ফারজনার মৃত্যুতে পরিবার এবং স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করেছে।