ভোলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নিউজ ডেস্ক: মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে, ভোলা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালভাবে সংযুক্ত ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, কোস্ট গার্ডের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট জনাব এম হাসান মেহেদি, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী সমিতি ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ,
উল্লেখ্য,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।