আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং, ৯ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

লালমোহনে দেশ সেরা শিক্ষক হোসেনে আরা বেগমকে সংবর্ধনা

ভোলার খবর ডেস্ক: আজ  বুধবার (১৯ জুলাই) লালমোহনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ জাতীয় পর্যায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হোসনে আরা বেগমকে ভোলা জেলার অ্যাম্বাসডরবৃন্দের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। হোসনে আরা বেগম ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক ৬ জুন ২০২৩ইং তাকে মাধ্যমিক পর্যায়ের দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়।

এর আগে তিনি উপজেলা, জেলা ও বিভাগে মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। বাছাই কমিটি হোসনে আরা বেগমকে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগীতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয়ের ওপর বিবেচনা করে তাকে দেশ সেরা শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ঘোষণা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীপক হালদার বলেন, হোসনে আরা বেগম তার কর্ম দক্ষতার মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। তার এ অর্জন থেকে আমাদের প্রত্যেক শিক্ষককে অনুপ্রাণিত হয়ে নিজের কর্ম দক্ষতা প্রমান করার জন্য এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ শ্রেষ্ঠ শিক্ষকের হোসেন আরা বেগমের আবেদনকে বিবেচনায় এনে উপজেলা পর্যায়ে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করেছিলাম। যা ছিল আমার চাকুরীর শেষ জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি, (হোসেনে আরা বেগমের দেশ সেরা পুরস্কার), এজন্য আমি গর্বিত।

বিশেষ অতিথি নুরে আলম সিদ্দিকী, রিসোর্স অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস বলেন, আমি ভোলা জেলায় ১৭ বছর শিক্ষকদের সাথে কাজ করছি , আমার এ সময়ের সবচেয়ে বড় প্রাপ্তি হোসনেয়ারা বেগমের দেশ সেরা পুরস্কার। আমি শিক্ষকগণকে আবেদন করছি সকলে নিজ বিদ্যালয়ে নিজের সর্বোচ্চ যোগ্যতা দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেশ সেরা পুরস্কার এনে ভোলা জেলাকে শিক্ষা ক্ষেত্রে একটি মডেল জেলা হিসেবে পরিচিত করবে।

বিশেষ অতিথি একাডেমিক সুপারভাইজার লালমোহন উপজেলা,মদন মোহন মন্ডল কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, হোসেনে আরা বেগমের এ অর্জন আমার চাকুরী জীবনের একটি সম্পদ। আমি যেখানেই থাকি আমি পরিচয় দিতে পারবো আমার শিক্ষক হোসেনে আরা দেশসেরা শিক্ষক।

লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, হোসনে আরা বেগম আমাদের স্কুলের জন্য যে সুনাম এনেছে এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আগামীদিনে তার আরো সাফল্য কামনা করছি।

নিজের অর্জনের ব্যাপারে হোসনে আরা বেগম এর নিকট জানতে চাইলে বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে আমি অনেক আনন্দিত। এর মাধ্যমে আমি আমার নিজের যোগ্যতার প্রমাণ করতে পেরেছি। এর মাধ্যমে সারাদেশের কাছে ভোলা জেলার সুনাম অক্ষুন্ন রেখেছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  তাসলিমা বেগম, সহকারি প্রধান, চরফ্যাশন সরকারি টিবি  স্কুল, শ্রেষ্ঠ নারী-২০২২ পুরস্কার প্রাপ্ত এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-২০২২। যিনি ভোলার শিক্ষাঙ্গনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অসীম আচার্য্য শান্ত বৃটিশ কাউন্সিল এবং এটুআই অ্যাম্বাসডর, প্রধান শিক্ষক টবগী মাধ্যমিক বিদ্যালয় ভোলা, একই স্কুলের সহকারি প্রধান শিক্ষক আশরাফুল আলম (মাষ্টার ট্রেইনার) ইসমাইল আজাদ, উপাধ্যক্ষ, জামরিালতা ফাজিল মাদ্রাসা, মোঃ আসাদুল্লাহ, আরবী প্রভাষক, দেবীপুর ইসলাময়িা ফাজিল মাদ্রাসা, তপতী রানী সরকার সহকারী শিক্ষক, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মশিউর রহমান, সহকারি শিক্ষক ,মহেশখালী ফজর আলী দাখিল মাদ্রাসা, একই মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুর রহমান, সহকারি শিক্ষক (গণিত), আনোয়ার পারভেজ, সহকারি শিক্ষক,  চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, মনির হোসেন সহকারি শিক্ষক, দক্ষিণ মোহাম্মদপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা, নাজমুল আজম, সহকারি শিক্ষক (কৃষি), লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, রক্তিম শর্মা, সহকারি শিক্ষক, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মোঃ বিল্লাল হোসেন জুয়েল, সহকারি অধ্যাপক (সমাজকর্ম), ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ভোলা একই কলেজের মোঃ কামাল হোসেন, প্রভাষক (ইংরেজি)।

ফেসবুকে লাইক দিন