আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৫ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলার ইলিশায় ১৩২৫ পিচ ইয়াবা সহ রোহিঙ্গা যুবক আটক

নিউজ ডেস্ক: ভোলার ইলিশায় ১৩২৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ইলিশা পুলিশ ফাঁড়ি। সোমবার (১৭ জুলাই) সকালে ইলিশা লঞ্চঘাট থেকে রোহিঙ্গা মোঃ হেলাল উদ্দিনকে ইয়াবাসহ আটক করা হয়। ইলিশা ফাঁড়ি ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিন্দ্র নাথ সিংহ, এএসআই মাইনুল, রিপনসহ সঙ্গীয় টীম নিয়ে ইলিশা-লক্ষীপুর লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় পল্টনের উপরে সন্দেহজনকভাবে রোহিঙ্গা মোঃ হেলাল উদ্দিন (২০) কে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৩২৫ পিচ ইয়াবা উদ্ধার করি। পরে তাকে আটক করে নিয়ে আসি। মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুব পালং রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের মোঃ হোসেন আহমেদ ও হাসিনা বেগমের ছেলে।
রোহিঙ্গা হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ইলিশা ফাঁড়ি ইনচার্জ গোলাম মোস্তফা আরও বলেন, ইলিশা লঞ্চ ও ফেরিঘাটটিকে মাদক কারবারীরা রুট হিসেবে ব্যবহার করছে। আমরা ভোলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ সুপার এবং ওসি স্যারের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারীদেরকে আটক করে আসছি৷ ভোলাকে মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন