বোরহানউদ্দিনে আওয়ামিলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক: শনিবার ১৫ জুলাই বোরহানউদ্দিন পৌরসভা হলরুমে উপজেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিম সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে প্রধান অতিথি’র বক্তব্য, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদেশীরা এতে কোন হস্তক্ষেপ করবে না এটা বিএনপি জোট যেনে গেছে। তিনি আরও বলেন, বিএনপি জোট সরকারের আমলে অত্যাচার নির্যাতনের কথা কেউ ভুলেনি। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে মাঠে কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকারের আমলে দেশে উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি জোট আবারও দেশকে অস্থিতিশীল করতে নানাবিধ ষড়যন্ত্র করছে। এদেরকে রুখে দিতে হবে। এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান প্রমূখ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সদস্যবৃন্দ।