আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আমির, সম্পাদক আলম, যুগ্ম সম্পাদক আশরাফ

নিউজ ডেস্ক: ভোলায় শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা সদর উপজেলা কমিটির নির্বাচন সম্পন্ন হয় । ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপস্থিত শতাধিক শিক্ষকের ভোটে জেলা সদর উপজেলা শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠিত হয়। কমিটিতে  কাচিয়া সামাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন (সভাপতি), গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমান (সম্পাদক), টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম (যুগ্ম সম্পাদক)।  এ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুছাকালিমুল্লাহ (সাংগঠনিক ), টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান (সহসভাপতি) ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন (সহসভাপতি), এছাড়া ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাদিসুর রহমান, দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, দক্ষিণ  চরনোয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদুর রহমান মিলন, তৈয়বা খাতুন মডেল একাডেমীর প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, রাহেলা খাতুন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিক কমিটিতে বিভিন্ন পদে মনোনীত হন।। পরে নির্বাচিত শিক্ষক নেতারা সকলের সম্মতিতে অন্যান্য পদগুলোতে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেন। উক্ত সম্মেলনে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সম্পাদক জাকির হোসেন তালুকদার, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু। সম্মেলনের শুরুতে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা  জাতীয়করণসহ শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। দীর্ঘ ৪ বছর পর আনুষ্ঠানিক সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন হওয়ায় শিক্ষকরা নতুন কমিটিকে অভিনন্দন জানান । নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে পূর্বে গঠিত আহবায়ক কমিটির বিলুপ্তি ঘটে বলে শিক্ষকরা প্রতিবেদককে জানান।

ফেসবুকে লাইক দিন