আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় মাদক বিরোধী পৃথক অভিযানে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক – ৩

এম এ মান্নানঃ  ভোলায় মাদক বিরোধী দুইটি পৃথক অভিযানে ১১ হাজার পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।
১২ জুলাই বুধবার দিবাগত রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলা টিম জেলার গোপন তথ্যের ভিত্তিতে বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজাসহ স্বামী -স্ত্রীকে গ্রেফতার করে।
তারা হলেন নোয়াখালী জেলার সেনবাগ থানার রাজারামপুর গ্রামের মো. ইউনুস (৪৪) ও তার স্ত্রী আসমা বেগম (৩১)।
সূত্র মতে তারা তিনটি হটপটে অভিনব কায়দায় এ মাদক বহন করেছিলো। এছাড়া ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার ও টাকা দিয়ে তৈরি করা পাইপও তাদের কাছে পাওয়া যায়। তারা ভোলার লালমোহন উপজেলার আঞ্জুর হাট এলাকা থেকে এ মাদক নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। পরে কোস্টগার্ড বাদী হয়ে ভোলা সদর থানায় মাদক আইনে মামলা করে। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
অন্যদিকে এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে ও ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহীন ফকিরের তত্ত্বাবধানে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল এক হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
১৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১ঃ৩০ টায় এসআই গোলাম মোস্তফা, জসিম (৭৭৪), মেজবাউল ইসলাম (৭৬৬), শরীফ উল্লাহ (১২৭৯), নুরুল ইসলাম (৬১১) সহ ইলিশা-লক্ষ্মীপুর লঞ্চ ঘাটের পন্টুন থেকে তাকে আটক করে।
আটক সোহাগ ভোলার চরফ্যাশন পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও সোহাগের বিরুদ্ধে ভোলা সদর থানায় আরও ৬টি মাদক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন ফকির বিপিএম।

ফেসবুকে লাইক দিন