বোরহানউদ্দিনে দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক চেক বিতরণ
নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক চেক বিতরণ করা হয়।
১৩ জুলাই, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাস্থত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। এসময় প্রত্যেক পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিউদ্দিন হায়দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।