বোরহানউদ্দিনে “এবি স্মার্ট কৃষি ঋণ” বিতরণ

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (১৩ জুলাই) ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দুই হাজার প্রান্তিক কৃষকদের মাঝে ‘এবি স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করা হয়। কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ,আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ, নওরিন হক বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।