কাউখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে তিন প্রার্থীকে শোকজ

এম এ অন্তর হাওলাদারঃ পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের হিরিক পড়েছে। প্রার্থীরা নির্বাচনী কোন আইন না মেনে ইচ্ছামত নির্বাচনে প্রচার স্বাধীনভাবে চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। কাউখালী উপজেলা নির্বাচন অফিসার ও শিয়ালকাটি ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান সোহাগ হাওলাদার রবিবার তিনজনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শিয়ালকাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফলোইবুনিয়া গ্রামের মেম্বার প্রার্থী মাহমুদুল হাসানের বিরুদ্ধে স্থানীয় ভোটার মনিবালা অভিযোগ করেন তার সঙ্গে প্রার্থী অশোভন ও অশালীন আচরণ করেছেন। ১ নং শিয়ালকাটি ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোশারফ হোসেন রাস্তায় ব্যারিকেড দিয়ে শোডাউন ও সমাবেশ করায় জন চলাচলে বিঘ্ন হওয়ায় তাকে এবং তার জনসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান বক্তব্য দেওয়ায় তাকেও শোকজ করা হয়েছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনে শোকজ সম্পর্কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান জানান, তিনি কোন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন নাই ।তিনি শুধু জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। কাউখালী উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচনের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। কোন প্রার্থী যদি আচরণবিধির লংঘন করে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।