আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত হাজতি আসামির মৃত্যু

এম এ অন্তর হাওলাদারঃ ঝালকাঠিতে মো. রফিকুল ইসলাম ওরফে বিপ্লব (৪৭) নামে ডাকাতি মামলার বিচারাধীন  আসামি মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি কারা তত্ত্বাবধায়ক (জেলার) মো. আক্তার হোসেন শেখ।
আসামি রফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মৌলবীডাঙ্গী গ্রামের মৃত নূর ইসলাম ব্যাপারীর ছেলে। সে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ঝালকাঠি সদর থানার একটি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে জেলা কারাগারে বন্দী ছিলেন।
ঝালকাঠি কারা তত্ত্বাবধায়ক (জেলার) মোহাম্মদ আখতার হোসেন শেখ জানান, আজ সকালে কারাগারে অবস্থানকালে আসামি রফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভব করেন। এ সময় কারাগারের চিকিৎসক মো. হাবিবুর রহমান তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতাল প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বেলা ১১ টার দিকে তাঁর মৃত্যু হয়। আসামির লাশ ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে তাঁকে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে ঝালকাঠি হাসপাতালে দায়িত্বরত জরুরী বিভাগের চিকিৎসক দীন মোহাম্মদ বলেন, ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আরো বলেন কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাবেনা।

ফেসবুকে লাইক দিন