সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবি জাতীয় সংসদে উত্থাপন
নিউজ ডেস্ক: স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবুল সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেন। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে ৩৫, ৪০, ৫৫ এমনকি ৫৯ বছর পর্যন্ত চাকরির বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে একেবারে নিম্ন পর্যায়ে আছে। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা লাঘব হবে।
মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে সরকারি চাকরি (সংশোধন) বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন রেজাউল করিম বাবলু।
দেশে দীর্ঘদিন ধরেই চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলন হচ্ছে। আন্দোলনকারীরা ৩৫ বছর বয়সসীমা করার দাবি করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দাবি নাকচ করে বয়সসীমা না বাড়ানোর কথা জানিয়ে দেন।
তিনি আরও বলেন, আমাদের ছাত্র-যুবক সমাজের বিশ্ববিদ্যালয়ে সেশনজটসহ বিভিন্ন কারণে চাকরির বয়সসীমা ৩০ বছর পার হয়ে যায়। ছাত্রসমাজের বড় একটা অংশ আছে। আমাদের চাকরির বয়সসীমা উন্নত দেশের মতো পরিপূর্ণ অনুকরণীয় না হোক, আংশিক করা হোক। বয়সসীমা ৩৫ বছর করা হলে বেকার সমস্যা দূর হবে