এমপি মুকুকলকে হত্যার হুমকি দাতার বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা
নিউজ ডেস্ক; এমপি আলী আজম মুকুলকে হত্যার হুমকি দেয়ায় পক্ষীয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশালে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। গত রোববার ১৮ জুন আদালতে মামলাটি করেন দৌলতখান প্রেসক্লাবের সহসভাপতি মো. আবু তাহের। ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) এলাকার
এমপি আলহাজ্জ আলী আজম মুকুলকে হত্যার হুমকি ফোনালাপে ভাইরাল হওয়ায় সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি করা হয়। মামলায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে বিবাদী করা হয়। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য বোরহানউদ্দিন থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় বলা হয়, সম্প্রতি দৌলতখান উপজেলার নুর মিয়ার হাট এলাকায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় স্থানীয় এমপির কোনো প্রশ্রয় না পেয়ে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার ভিডিও কলে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলে এমপিকে হত্যার হুমকি দেন। এরপর সেই ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা স্থানীয় জনগনের মধ্যে ক্ষোভ বিড়াজ করে। মামলার বাদী মো. আবু তাহের বলেন, ১৭ জুন বোরহানউদ্দিন থানায় মামলা করতে গেলে তাকে আদালতের যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিঞা বলেন, বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালত থেকে নোটিশ এসেছে। আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সুত্রে জানা যায় এমপি আলী আজম মুকুল ভোলা-২ আসনে মানবতার ফেরিওয়ালা হিসেবে ক্ষাত। তিনি জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। তার এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই এমপি মুকুলকে হত্যার হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার দাবি জানায় স্থানীয় জনগন।