আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং, ৯ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

কাউখালীতে বিষ প্রয়োগ করে প্রবাসীর ঘেরের আট লক্ষ টাকার মাছ নিধন।

এম এ অন্তর হাওলাদারঃ পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের কুয়েত প্রবাসী জসীম উদ্দিন হাওলাদারের সম্প্রতি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। প্রবাসীর স্ত্রী আফরোজা সুলতানা জানান, আমাদের ঘেরে কেয়ারটেকার একই গ্রামের মৃত: হোচেন গাজীর ছেলে মাছুম গাজী ঘেরের দেখাশুনা করত। যেদিন ঘেরে বিষ প্রয়োগ করা হয় পরের দিন সকালে সে পালিয়ে যায়। এজন্য মাসুদ গাজীকে সন্দেহ করছি। আমাদের ঘেরে গরু, ছাগল, হাস মুরগী, কলা সহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি করে। জানা যায় ২৫ কাঠা জায়গার উপরে মাছ ও কলাবাগান রয়েছে। উপস্থিত জনতা এবং প্রবাসীর স্ত্রী কান্নাজড়িত ভারী কন্ঠে বলেন আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে এ প্রজেক্টটি করেছি। ঘেরের মাছের সাথে সম্প্রতি দুই লক্ষ টাকার পোনা ফেলেছি। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী আফরোজা সুলতানা রবিবার রাতে (১৮ জুন) কাউখালী থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, বিষয়টি শুনেছি এবং একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন