আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

দৌলতখানে খোলা আকাশের নিচে চলছে পাঠদান

নাজমুল হাসানঃ দৌলতখান উপজেলার মধ্য হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টি নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ায় স্কুলের পাঠদান কার্ক্রম দীর্ঘদিন বন্ধ ছিলো। স্কুল ঘরটি নির্মাণে কারো কোন সহযোগিতা না পাওয়ায় স্থানীয় এক ব্যাক্তির সুপারির বাগানের ভেতর অস্থায়ী ভাবে শ্রেণির কার্যক্রম শুরু করেন স্কুলের শিক্ষকরা।বর্তমানে খোলা আকাশের নিচে কোমলমতি শিশুদের নিয়ে ক্লাস করে যাচ্ছেন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। আর সেই শিশুদের প্রাথমিক শিক্ষার যদি এই হাল হয় তাহলে ভবিষ্যৎ কি? বিষয় টি জনমনে অনেক ক্ষোভের সঞ্চার হয়। এ নিয়ে স্কুলের শিক্ষকদের সাথে আলাপ করলে শিক্ষক সুমন মুন্সি জানান আমরা বিষয় টি স্থানীয় উপজেলা শিক্ষা অফিসার কে জানিয়েছি। কিন্তু কোন সমাধান পাইনি। উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয় টি অতিদ্রুত সমাধানের আশ্বাস দেন। এদিকে বিদ্যালয়ের এহেন পরিস্থিতির কারণে সন্তানদের নিয়ে হতাশায় রয়েছেন বলে স্থানীয় অভিভাবকবৃন্দ ভোলার খবর প্রতিবেদককে জানান।

ফেসবুকে লাইক দিন