আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং, ৯ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

রাজাপুরে সড়কে ঝরল এক নারীর প্রাণ

এম এ অন্তর হাওলাদারঃ ঝালকাঠির রাজাপুরে সড়কে ঝরল এক নারীর প্রাণ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক সহাসড়কে উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম তাসলিমা বেগম (৫৫)। সে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার কাঁঠালিয়া এলাকার মো. ফুয়াদ খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে রাজাপুরে আসছিল। বিপরিত দিক থেকে চট্টগ্রাম গাভী আলিফ পরিবহনের সাথে ধাক্কা লেগে ইজিবাইকে থাকা যাত্রীরা ছিটকে পরে তিনজন আহত হয়। তাদের মধ্যে তাসলিমা বেগম রাস্তার পাশে পার্কিং করা একটি ট্রলারটেম্পুর সাথে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় ও লাশ থানায় হস্তান্তর করেন। আহত নাঈম (২০) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অপর আহত কহিনুর বেগম (৫৩) প্রাথমিক চিকিৎসা নেয়। রাস্তার পাশে পাকিং করা ট্রলারটেম্পুর কারণেই এই দুর্ঘটনা হয়েছে বলেও প্রত্যক্ষদর্শঅ জানায়। ঘাতক পরিবহনসহ চালক মো. এমদাদুল হককে ঝালকাঠি সদর থানা পুলিশ আটক করেছে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ থানায় রয়েছে পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন