পবিপ্রবিতে বায়োকন্ট্রোল গবেষণাগারের যাত্রা শুরু
এম এ অন্তর হাওলাদারঃ নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য মাঠ পর্যায়ে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে জৈব বালাইনাশক ভিত্তিক বায়োকন্ট্রোল গবেষণাগার স্থাপন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উদ্বোধনের মধ্য দিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেছে নতুন এ ল্যাবটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। বায়োকন্ট্রোল সংক্রান্ত কারিগরি প্রবন্ধ উপস্থাপনা করেন সিমিট বাংলাদেশের কনসালট্যান্ট ড.সৈয়দ নুরুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মহসীন হোসেন খান ও স্বাগত বক্তব্য রাখেন এন্টোমলজি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড.আসাদুজ্জামান মিয়া মুন্না। গবেষণাগারটির সার্বিক তত্ত্বাবধানে থাকা পবিপ্রবি’র অধ্যাপক ড.মো.মহসীন হোসেন খান জানান, ল্যাবটি স্থাপনে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং কীটতত্ত্ব বিভাগের শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও সার্বিক সহযোগীতা ছিল।