আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির রাজাপুরে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ, আটক ছয়

এম এ অন্তর হাওলাদারঃ ঝালকাঠির রাজাপুরে দূর্নীতি দমন কমিশন দুদক এর সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে জমিজমা সংত্রুান্ত বিরোধ তদন্ত করে সমাধানের নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহর শংকর এলাকার আলমগীর হাওলাদারের বাড়ী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কচুবুনিয়া এলাকার মৃত তোফাজ্জেল হোসেন এর ছেলে শহিদুল ইসলাম (৬০), ভোলা দক্ষিন আইচা উপজেলার চড় আরকলমি এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আল আমিন(৩৯), নোয়াখালি জেলার কবির হাট উপজেলার শ্রীনদ্দি এলাকার মৃত আবুল মোবারক এর ছেলে নিজাম উদ্দিন (৩৭), লক্ষীপুর সদরের রতনপুর এলাকার মৃত আব্দুল সত্তার এর ছেলে কামাল উদ্দিন (৪৫), ভোলা জেলার লালমোহন উপজেলার চড়ভুতা এলাকার মৃত শাখওয়াত হোসেনের ছেলে শামীম হোসেন শান্ত (১৯), ঝালকাঠি সদর উপজেলার গোয়ালকান্দা এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে এনায়েত হাওলাদার (৪২)।
জানাযায়,এই চত্রু আন্তর্জাতিক মানবধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির ব্যানারে বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। এ ঘটনায় ৬ জনের নাম সহ আজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে মিজানুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। মিজানুর রহমান রাজাপুর উপজেলা সদরের মৃত আইয়ুব আলী মৃধার ছেলে।
মামলা সুত্রে জানাযায়,আটককৃতরা ১০ জুন (শনিবার) বিকেলে উপজেলা সদরের দুই নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেন খলিফার বাড়ীতে উপস্থিত হয়ে মিজানুর রহমান নামের ঐ ব্যক্তিকে ডেকে দুদকের সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে বলে আপনার নামে আমাদের কাছে অভিযোগ রয়েছে। তখন মিজানুর রহমান ভয় পেয়ে স্থানীয় ইউপি সদস্য আল আমিন’কে খবর দেয়। আল আমিন ঘটনাস্থলে উপস্থিত হলে কথাবর্তার এক পর্যায়ে তারা মিজানুর রহমানের নামে আনিত অভিযোগ সমাধান করে দিবে বলে এক লক্ষ টাকা দাবী করে।তখন মিজানুর রহমান আন্তর্জাতিক মানবধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও দুদক এর কর্মকর্তা পরিচয় দানকারী শহিদুল ইসলামের হাতে পনেরো হাজার টাকা তুলে দেয় এবং বাকি টাকা পরে পরিশোধ করে দিবে বললে তারা (কর্মকর্তারা পরিচয়দানকারি) অল্প সময়ের মধ্যে পুরো টাকা পরিশোধ করার জন্য মিজানুর রহমান’কে বলে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে রাতে ঐ দলটি উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহর শংকর এলাকায় রহিম হাওলাদার নামের এক ব্যক্তির বাড়ীতে তদন্তের জন্য যায়। সেখানে গিয়ে রহিম এর কাছেও তদন্তের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে পঞ্চাশ হাজার টাকা দাবি করে পরের দিন (রবিবার) সকালের মধ্যে দলটির আরেক সদস্য স্থানীয় আলমগীর হাওলাদারে বাড়ীতে দিয়ে যেতে বলেন। পরে তারা আলমগীর হাওলাদারের বাড়ীতে অবস্থান নিয়ে রাতে খাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নেন। আন্তর্জাতিক মানবধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও দুদক এর কর্মকর্তা পরিচয় দানকারী শহিদুল ইসলামের কাছে তাদেরই সদস্য ডহর শংকর এলাকার আলমগীর হাওলাদারের স্ত্রী মমতাজ একই এলাকার রহিম হাওলাদারের বিরুদ্ধে এবং আলমগীর হোসেন এর বোন জামাই ফারুক খলিফা রাজাপুর সদরের মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দিলে সেই ঘটনার তদন্তে আসে তারা।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিলে গ্রামবাসী এক হয়ে আলমগীর হাওলাদারের বাড়ীতে গিয়ে জিঙ্গাসাবাদ করে জানতে পারে দলটির কেউ-ই দুদকের লোক নয়। এরপরে স্থানীয়রা তাদের আটকে সাংবাদিক ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, আমরা গতকাল (শনিবার) রাত সাড়ে নয় টার দিকে খবর পাই, দুদক পরিচয়ে প্রাতরণার সময় স্থানীয়রা ৬ জনকে আটক করেছে। তারা দুদক এ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার মাধ্যমে মিজানুর রহমান নামে এক জনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ফেসবুকে লাইক দিন