আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ঝুম বৃষ্টি ……….তাকী আহমাদ

এক গোধূলি সন্ধায়
বসে আছি বটের তলে
দিনশেষে পাখিরা ফিরে
যায় আপন নিড়ে।
আকাশপানে মেঘের মিছিলে
বৃষ্টির সুবাদ পাই
বৃষ্টিরা আসে, ছুটে যায়
নিজ গুহায়।
পকেট থেকে হস্তে
নিলাম কাব্যের ভাঁজ
রিমঝিম বর্ষা নিয়ে
কাব্য লিখি আজ।
ছন্দেরা ভাসে আজ
বর্ষার জলে
কবিরা বেরিয়েছি
কাব্যের খোঁজে।
ঝুমঝুম বৃষ্টিতে ছন্দের ঝংকার
কবির পদ্যে ফুটিয়েছে শব্দের ভাণ্ডার।
ঝুম ঝুম বৃষ্টি যেন আজ
নাহি থামে
ভালোবাসা যেন বৃষ্টি হয়ে
এ নগরে ঝরে……।

ফেসবুকে লাইক দিন